মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ৫০টি জাতীয় পতাকা হাতে নিয়ে সারাদেশ ঘুরবেন। ৬৪ জেলা প্রদক্ষিণ শেষে তারা ১৬ ডিসেম্বর ঢাকায় ফিরে নতুন প্রজন্মের প্রতিনিধিদের কাছে পতাকা হস্তান্তর করবেন।’
রোববার (৩ জানুয়ারি) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা শেষে মন্ত্রী এ কথা জানান। মুক্তিযু্দ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আহ্বায়ক করে নয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে ১৪ ডিসেম্বর মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।
সভা শেষে মন্ত্রী বলেন, ‘আগামী ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী করোনাভাইরাসের কারণে যথাযথভাবে পালন করতে পারিনি। সেজন্য সরকার মুজিববর্ষকে আগামী বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত করেছে। এ জন্য মুজিববর্ষের অনেকগুলো কর্মসূচি সুবর্ণ জয়ন্তীর সঙ্গে সমন্বয় করে পালন করব।’
তিনি আরও জানান, ‘সুবর্ণ জয়ন্তীর থিম সং নির্বাচনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে একটি উপ-কমিটি, লোগোর জন্য শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে একটি এবং ওয়েবসাইট খুলতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটিসহ মোট তিনটি উপ-কমিটি করা হয়েছে। ২১ ফেব্রুয়ারির মধ্যে ওয়েবসাইট, ফেব্রুয়ারির মধ্যে লোগো এবং জানুয়ারি মাসের মধ্যেই থিম সং নির্বাচন করা হবে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ সভায় সুবর্ণজয়ন্তী উদযাপনে বছরব্যাপী নেয়া কর্মসূচির প্রস্তাবিত রূপরেখা উপস্থাপন করেন।