‘এখানে জীবন ফুরায় না, কেননা এখনে ভালবাসা অফুরান’ এই শ্লোগানকে ধারণ করে আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘১৪তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব- ১৯’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে আজ রোববার থেকে ১০ ডিসেম্বর ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও নাটমন্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নাট্যোৎসব।
এবারের উৎসবে থাকছে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থী নির্দেশিত ১৭ টি নাটক। সন্ধ্যা ৬.০০টায় ‘একতালা দোতালা’ মঞ্চায়নের মাধ্যমে শুরু হবে এই উৎসব। ‘একতালা দোতালা’ নাটকটি রচনা করেছেন মুনীর চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন ফারিজ খান।
এছাড়াও আজ মঞ্চায়ন হবে জহির রায়হানের রচনায় এবং সৈয়দ আল মেহেদি হাসানের নির্দেশনায় নাটক ‘একুশের গল্প’।
১০ দিনব্যাপি এই নাট্যোৎসবে আগামীকাল (২ ডিসেম্বার) মঞ্চায়ন হবে দারিও ফোর রচনায় এবং রুদ্র সাওজালের অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘মৃত্যু আসে ছদ্মবেশে’। এছাড়াও থাকছে হোরেস হোলির রচনায় এবং মোসা. সায়মা আক্তার অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘ হিজ লাক’।