হঠাৎ করেই ই-কমার্স জায়ান্ট আলিবাবার ওপর খড়গহস্ত হয়েছে চীন সরকার। স্বয়ং প্রেসিডেন্ট শি জিন পিংয়ের হস্তক্ষেপে ঠেকিয়ে দেয়া হয়েছে আলিবাবা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের আইপিও। এরপরেই শুরু হয়েছে আলিবাবার বিরুদ্ধে সরকারি নিরীক্ষা। এর জেরে মাত্র দুই মাসে ১ হাজার ১০০ কোটি ডলারের সম্পদ হারিয়েছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা।
৫৬ বছর বয়সী সাবেক ইংরেজী ভাষার শিক্ষক জ্যাক মা চীনের প্রযুক্তি খাতের বিস্ময়কর উত্থানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এ বছর তার সম্পদ ৬১ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছে এবং এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির খেতাব ফিরে পাওয়ার পথে ছিলেন।
কিন্তু অক্টোবরের শেষ নাগাদ চীন সরকার তার কোম্পানির বিষয়ে কঠোর নিরীক্ষা কার্যক্রম শুরু করায় তার সম্পদ দুই মাসে ১১ বিলিয়ন ডলার কমে বছর শেষে ৫০ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমে আসে। ফলে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকায় ২৫তম স্থানে নেমে যায় তার নাম।