বাজিতপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান উজ্জ্বলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
গত বছরের ৭ এপ্রিল দুপুরে বাজিতপুরের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সোয়া তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
মাহমুদুর রহমান উজ্জ্বল বাজিতপুর-নিকলী আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো. মজিবুর রহমানের মঞ্জুর বড় ছেলে।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল রহমান বলেন- উজ্জ্বলের মৃত্যুতে গত বছরের এদিন বিএনপি হারিয়েছে কর্মীবান্ধব নেতা। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়।
মাহমুদুর রহমান উজ্জ্বলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।